এম জালাল উদ্দীন (খুলনা) পাইকগাছা
পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন।
সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারস্থ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে আসে। এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা এবং স্টার্ফ রুমের ভিতর থেকে আটকানো দেখতে পায়, অনেক ডাকাডাকির পর ও আলামিনুর দরজা না খোলায় শিপু জানালা দিয়ে দেখতে পায় আলামিনুর গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং অধিকতর তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি বলে থানা পুলিশের এ কর্মকতা জানান।
মন্তব্য