বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪

---
এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈরবী রানীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
বুধবার সকালে শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে দু’শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা বৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষিকা বৈরবী রানী রায় চলতি বছরের ৭ই মে তারিখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে।বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান,প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষরের দায়িত্ব প্রধান শিক্ষিকার।তিনি না থাকলে আমরা অসহায় যার ফলে পারিনা শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে।

এদিকে ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে আসেন। এসময়ে শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আঃ ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এসময়ে সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এছাড়াও ঘটনাস্থলে নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন সহ অনেকে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon