বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

হেমন্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

হেমন্তে শিশির ভেজা সকাল
সূর্যের আলো ঝিলমিল করে,
শেষ রাতে কুয়াশা পড়ে
শীতের আমেজ ভোরের বাতাসে।
শরতের শেষে হেমন্ত আসে
কাঁচা-পাকা ধান আনন্দে হাসে,
অবনত বঙ্গ বধুর বেশে
নবান্ন তোলে হেসে হেসে।
বিকেলে পাখিরা সব কলরব করে
সন্ধ্যায় তারা ঘরে ফেরে,
ঝিঁঝিঁ পোকা গান করে
পল্লী বাংলা বুক চিরে,
হেমন্তে আনন্দ নদীর তীরে
অপরূপ সৌন্দর্য বহন করে।

---

পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান,
কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon