আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে গণিত ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষসহ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি করেছে প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় গত ১৭ নভেম্বর ধূপখোলা মাঠে ইংরেজি ও গণিত বিভাগের মধ্যকার খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। শৃঙ্খলা ভেঙ্গে শিক্ষার্থীরা বাস আটকে রাখে এবং বাসের গ্লাস ভাংচুর করে। এ সংঘর্ষের ঘটনায় পেশাদারিত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিক আক্রমণ ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রকৃত তথ্য উদঘাটন করে প্রতিবেদন প্রদাণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটিকে আহবায়ক হিসেবে উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারসহ সদস্য হিসেবে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর ও সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর মোহাম্মাদ আলীকে নিযুক্ত করা হয়েছে। এ কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এরআগে গত ১৭ নভেম্বর দুপুরে ধূপখোলা মাঠে ম্যাচ চলাকালে উত্তেজনা শুরু হয়ে দুই দফায় সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহতসহ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করা হয়। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণিত বিভাগের ১৬ ব্যাচের এ এইচ হৃদয়সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গণিত বিভাগের সাধারণ সম্পাদক সাদিউল সৈকত, ছাত্রদলের কর্মী ১৪ ব্যাচের এনামুল হক ইহাদ, ফয়সাল লাঠি হাতে বাসের কাঁচ ভাঙ্গছেন। এছাড়া মারামারিতে কালের কণ্ঠের প্রতিনিধি জুনায়েত শেখের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মাশফিকুল রাইনকে সংগঠন থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
মন্তব্য