শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

জাবিতে ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা ও তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪

---
আলী হাসান মর্তূজা, জাবি প্রতিনিধি
অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যলয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবু সৈয়দ বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল অটোরিকশা ও সকল অনিবন্ধিত মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, আফসানা করিমের মৃত্যুতে ১১ দফা দাবিতে বৃহস্পতিবার সকালে বানিজ্যিক অনুষদের সামনে জড়ো হন বিভাগের সহপাঠীরা। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- ২৪ ঘন্টার মধ্যে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, ৭ দিনের মধ্যে চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন, রাস্তার পাশে ফুটপাত নির্মাণ ও সিসিটিভি যুক্ত করা, ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু এবং সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া শুক্রবার বাদ জুমা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা
হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা সবার আগে চেষ্টা করছি অপরাধীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। প্রশাসন ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। শিক্ষার্থীদের দাবিগুলো খুবই যৌক্তিক, ইতিমধ্যে আমরা অটোরিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করেছি এবং বাকি দাবিগুলো বাস্তবায়নেও কাজ করছি।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon