গোপালগঞ্জ প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়মুখি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়মুখি করতে টুঙ্গিপাড়া উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮’শ শিশু শিক্ষার্থীদের মাঝে ১৩টি শিক্ষা উপকরণসহ স্কুল ব্যাগ ও শীতের পোশক দেয়া হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে জেলা ও উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এসব শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে সাঁতার প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজনে কাজ করে যাচ্ছে প্রশাসন।
মন্তব্য