রাবি প্রতিনিধি
ইসপাহানি প্রথম আলো অন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে-২০২৪ রাজশাহী অঞ্চলের ফাইনাল খেলায় আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলের হারিয়ে জয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রথমে রুয়েটকে ৬-১ গোলে হারায় তারা। পরে ফাইনালে ১৬-০ ব্যবধানে জয়ী হয়।
অনুভূতি সম্পর্কে জানতে চাইলে রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, “আমার মনে হয় এতো বড় ব্যবধানে জয় এটা এক প্রকার অসমতা। আমরা সকালে খেলতে যাই। প্রথমে রুয়েটকে ৬-১ গোলে হারিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জয়ী হয়। পরে ফাইনালে ১৬-০ গোলের ব্যবধানে জয়ী হয়। রাবি টিমের জন্য শুভকামনা। আসাকরি তারা ন্যাশনালি খুব ভালো করবে।”
রাবির টিমকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, আমি তাদের খেলায় অসম্ভব খুশি। আমি আরও খুশি হতাম যদি আমি মাঠে যেতে পারতাম। সকালে একটি জরুরি মিটিং থাকায় যেতে পারিনি।
মন্তব্য