শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

লালপুর আওয়ামী লীগ যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল ও ঘর বাড়ি ভাংচুর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪

---
এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমিদখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২নভেম্বর) সকালে উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরেজমিনে গেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃতে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি ও মারপিট করে।

স্থানীয় সূত্রে জানাযায় রহিমপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নুরুল ইসলামের সহিত আনিছুর রহমান, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রায়হান আলী, আমের আলী, জামের আলী ও আনোয়ার হোসেনের সহিত ঊধনপাড়া মৌজার ১১৫নং আর এস খতিয়ান ৬৬শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে। এব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলাম মামলায় রায় পায়। কিন্তু বিবাদীগণ গত ২২ অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে যুবলীগ নেতা তুষার ও আওয়ামী লীগ নেতা নাসির সহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোর পূর্বক কেটে নেওয়াসহ জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এসময় বিবাদী শহিদুল ইসলাম তাদের বাধা নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, বাশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর আক্রোমন করে বাড়ি ঘর ভাংচুর করেন।
স্থানীয়রা আরো বলেন, আওয়ামী লীগ নেতা নাসির সহ তাদের বাহিনী দিয়ে জমিতে ধান কাটতে এলাকাবাসী দেখতে গেলে তাদেরও গলায় হাসুয়া ধরে বলে তোরা এখানে কি দেখছিস তোদের সহ গলা কেটে দেব। শুধু তাই নয়  আওয়ামী লীগের আমলে জমি দখল, জোরপূর্ব মাটিকাটা, সহ এমন কোন অপকর্ম নাই যে তারা করেনি।

আওয়ামী লীগ নেতা নাসিরের স্ত্রী জানান, গন্ডগোল করে নুরুল মাস্টারের বেটারা দান কেটেছে ও ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের আমার বাড়িওয়ালা হাসুয়া নিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে।
---
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন জানান, নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের দীর্ঘ দিন মামলা চলার পর তিনি কোট থেকে রায় পান। সেকারণে তার ছেলে জমি পরিস্কার করার জন্য আসে। আমি তার  নিকট থেকে আমি ৮কাঠা জমি ক্রয় করেছি সেজন্য সেখানে গিয়েছিলাম তবে তাদের উপর হামলার বিষয়টি সত্য নহে।

এবিষয়ে জানতে রহিমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রীর বলেন মামলার বিষয়ে নাটোর কোর্টে গিয়েছেন। নুরুল ইসলামের মোবাইল নাম্বার চাইলে তিনি নম্বর দিতে অপারগতা স্বীকার করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান জমি দখলের বিষয়টি নিয়ে উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। এঘটনায় উভয় পক্ষের মোট ৫ জনকে আটক করে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon