শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

জবিস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদের নেতৃত্বে ফয়সাল মুরাদ ও ফারহান মাসুদ সোহাগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪

---
আশিকুর রহমান, জবি, প্রতিনিধি
পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি ১৯ নভেম্বর ২০২৪ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফয়সাল মুরাদ সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফারহান মাসুদ সোহাগ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আরো রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি: মোঃ আরিম আজাদ, সহ-সভাপতি: সাইফুদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক: আবু রায়হান আল বিরুনী পাপুন চন্দ্র অধিকারী, জাকিয়া ফারাজানা রিভা , সাইফুর রহমান, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক: ফয়সাল পারভেজ ,কোষাধ্যক্ষ: মোছাঃ রিভানা আক্তার, দপ্তর সম্পাদক: মোঃ শাকিল ইসলাম, প্রচার সম্পাদক: মোঃ জাফিরুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মোঃ ফয়সাল মুরাদ বলেন,  আমি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করেছি।  গত তিন বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরের পরে বিএনপির ডাকা হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি।

তিনি আরও বলেন,  ২০১৪ সালে  বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে ঠাকুরগাঁও অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়েছি । আমি আমার এই সাফল্যকে ধারণ করে আমার জেলার শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই
সাধারণ সম্পাদক মোঃ ফারহান মাসুদ জানান, সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও সফল করতে সিনিয়র ও বর্তমান সদস্যদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদ আশা প্রকাশ করেছে যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।
দায়িত্ব প্রাপ্তরা আশা প্রকাশ করেন যে , নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য সংগঠনের সকল সদস্যের মধ্যে আন্তরিকতা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নবীনবরণ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ, বার্ষিক পিকনিক আয়োজন এবং সদস্যদের ডাটাবেইজ  তৈরি করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon