শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

জামায়াতের রুকন কোন পদবী নয় এটি মু’মীনের সিঁড়ি, জামায়েত নেতা -তাহের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪

 ---

মোঃ আবু তৈয়ব , হাটহাজারী,  চট্টগ্রাম,(প্রতিনিধি):
বাংলাদেশ  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি  ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন,জামায়াতে ইসলামীর রুকনকে হতে হবে এক একজন মডেল। জামায়াতের রুকন কোন পদ পদবী নয়, এটি মু’মীনের সিঁড়ি মাত্র। এ সিঁড়ি বেয়ে একজন সাচ্ছা মু’মীন হবেন মুহসেনীন আর মোত্তাকী। তিনি বলেন রাসূল (সঃ) পাঁচজনকে সাথে নিয়ে অন্ধকার সমাজ আলোকিত করার আন্দোলন শুরু করেছিলেন সে আন্দোলন সময়ের ব্যবধানে বিকশিত হয়ে গোটা দুনিয়া পরিবর্তন করেছিল।জামায়াত এদেশের মানুষের চিন্তার পরিবর্তনের আন্দোলন শুরু করেছিলো অনেক আগে। মহান আল্লাহ ৫ আগষ্টে বিপ্লবের মাধ্যমে জামায়াতের আন্দোলনে নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এ সুযোগকে শতভাগ কাজে লাগাতে পারলে জামায়াত হবে  মানুষের আশা আকাংখার ও দেশের বৃহত্তম দল।

শুক্রবার  (২২ নভেম্বর)  সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় শুরা সদস্য চট্রগ্রাম মহানগর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার।
উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, রফিকুল ইসলাম,অধ্যক্ষ নুরুন্নবী, মাষ্টার নুরুচ্ছালাম,ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ও মাওলানা জামাল হোসাইন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রিয় শুরা সদস্য চট্রগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, হাটহাজারী উপজেলা হলো আলেম ওলামার  উপজেলা। এ গুরুত্বপূর্ণ উপজেলায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যাকে প্রার্থী দেবে দলমত নির্বিশেষে তার বিজয় চিনিয়ে আনতে প্রতিটি জনপদে জামায়াতের বলিষ্ঠ ও সৎ নেতৃত্বের বাস্তব পরিচয় তুলে ধরতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ২০২৫ - ২০২৬ সেশন নতুন আমীরের শপথ ও নতুন সেশনের শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon