মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে United Nations Development Programme (UNDP) ফিউচারনেশন, উদ্যোক্তা কর্মসূচি সমন্বয়ক সহযোগী Ms. Tasfia Azim এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
রবিবার (২৪ নভেম্বর) সাক্ষাৎকারে এ সময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রতিনিধি দলের সদস্য UNDP ক্যাম্পাস ফ্যাসিলিটেটর জনাব সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিদের এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্র সম্প্রসারণ, বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে ইউএনডিপি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধি করতে এবং শিক্ষার্থীদের পড়া-লেখা এবং জ্ঞান-গবেষণা সহজতর করতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া এবং বিভিন্ন কার্যক্রম অবগত করতে ক্যাম্পাসে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ফ্রি প্রসেসিং প্রোগ্রাম করার ইউএনডিপি কর্মকর্তাদের আগ্রহকে সাধুবাদ জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতার জন্য সম্মানিত রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করেন।অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশসহ সার্বিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ চমৎকার পরিবেশ সম্পর্কে জেনে আনন্দিত হন। কর্মকর্তাবৃন্দ উপাচার্যের শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধা ও উদ্যোগের কথা গভীর আগ্রহসহ শোনেন এবং ইউএনডিপি’র পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউএনডিপি এর একটি প্রকল্প Futurenation এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য ইউএনডিপি থেকে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোর্স এবং ব্রিটিশ কাউন্সিল থেকে কোর্স ফুল স্কলারশিপ এ করতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও তারা ইউএনডিপি এর গ্রিন স্টার্টআপ চ্যালেঞ্জ নিয়ে অবগত করেন যেখানে শিক্ষার্থীদের গ্রিন স্টার্টআপ থাকলে শিক্ষার্থীরা তা তাদের স্টার্টআপের জন্য সিডফান্ডিং পাবে। এছাড়াও ক্যাম্পাসে ভবিষ্যতে বিভিন্ন জব ফেয়ারে বিভিন্ন রিক্রুটার কোম্পানিকে আনার চেষ্টা করবে ইউএনডিপি।
মন্তব্য