রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি- জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪

---
এম জালাল উদ্দীন, পাইকগাছা

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১টি পদের মধ্যে ৭টি পদের বিপরীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি সম্পাদক সহ বিএনপি জামায়াত প্যানেলের প্রার্থীরা নিরুঙ্কুশ জয়লাভ করে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো (অপরাজিত) সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট জিএম আব্দুস সাত্তার, নিকটতম প্রশান্ত কুমার মন্ডল (১৬) এবং এফএমএ রাজ্জাক পেয়েছেন ৮ ভোট। সহ সভাপতি পদে প্রশান্ত কুমার ঘোষ (৩৭) ও আব্দুল মজিদ (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম কামরুল ইসলাম (৩৩) এবং জিএম আমজাদ (১৬) ভোট পেয়েছেন। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম আককাস আলি। নিকটতম অজিত কুমার সরকার পেয়েছেন (৩২) ভোট। ৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন একরামুল হক বিশ্বাস, নিকটতম সমরেশ চন্দ্র মন্ডল পেয়েছেন (২৭) ভোট।

৩৭ ভোট পেয়ে  ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্চয় কুমার মন্ডল, নিকটতম কাজী সাইফুল ইসলাম পেয়েছেন (২৭) ভোট। ৩৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় কৃষ্ণ মন্ডল, নিকটতম আব্দুল মালেক পেয়েছেন (৩০) ভোট। এর আগে ৪ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন আঁখি, ৩ সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভবরঞ্জন বৈদ্য। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট কিশোরী মোহন মন্ডল,  সহকারী নির্বাচন কমিশনার ছিলেন  বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা।
এদিকে ফলাফল ঘোষণার পর  নবনির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সিনিয়র আইনজীবী আলহাজ্ব আবু সাঈদ, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি ও সদস্য সচিব মোস্তফা মোড়ল সহ দলীয় নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon