আশিকুর রহমান, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়য়ের ১৬ তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মিঠু আলী।
রবিবার (২৪ নভেম্বর) সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়। সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টামণ্ডলীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ৫২ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার আরাফাত বৃত্ত, সাব্বির সরকার, সবরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. ফজলে রাব্বি, আব্দুর রহিম, পাপিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন ।
এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম সিয়াম, দপ্তর সম্পাদক নাইমুর রহমান রিদয়, প্রচার সম্পাদক মো. সোহেল রানা, অর্থ সম্পাদক নাহিদ পারভেজ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রত্যাশা মন্ডল নির্বাচিত হয়েছেন।
৫২ সদস্য বিশিষ্ট্য ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলিতে আছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক অধ্যাপক ড. সরকার আলী আককাস (আইন বিভাগ), ড. মো. আনোয়ার হোসেন (সমাজকর্ম বিভাগ), ড. মল্লিক আকরাম হোসেন (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ), সহযোগী অধ্যাপক মো. শাইনুজ্জামান (মনোবিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক মো. রন্জু আহমেদ (পরিসংখ্যান বিভাগ), মো. এরশাদুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ), এস এম আরিফ ইফতেখার (নৃবিজ্ঞান বিভাগ), সহকারী রেজিস্ট্রার মো. কামরুল হাসান। এছাড়া কার্যকরী উপদেষ্টা হিসেবে সাক্ষর প্রদান করেছেন রুবেল আমিন, নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা ও বাবলি আকতার সাথী।
কমিটির নবনির্বাচিত সভাপতি আরমান হোসেন আকাশ বলেন, নাটোর থেকে রাজধানীতে পড়তে আসা বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে এই ছাত্র কল্যাণ পরিষদ।
মন্তব্য