মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আত্মর্জাতিক প্রতিবাদ দিবস পালন করেন দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের নিজস্ব সামাজিক সংগঠন “অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা।
সকাল ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান প্রবেশ পথে “অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা”র নিজস্ব কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী ফরিদা পারভীন। উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন পায়াক্ট বাংলাদেশ এর দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মজিবুর রহমান জুয়েল। আলোচনা সভায় প্রায় দুই শতাধিক যৌনকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা নারীদের অধিকার নিয়ে এবং নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন। তারা বলেন, বিচারের নামে অবিচার, নারী কোথাও নিরাপদ নয়। নকর্মীদের নিজস্ব সংগঠন “অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা”র সভানেত্রী ফরিদা পারভীন বলেন, প্রতারনা ও নারী পাচারকারীদের খপ্পরে পরে যৌনপল্লীতে এসে যৌন পেশায় লিপ্ত হয়েছি। কেউ ইচ্ছা করে যৌনপল্লীতে এসে যৌন পেশায় লিপ্ত হয়নি। কিন্ত এখানে এসেও প্রতিটি দিন আমরা প্রতারনা ও নির্যাতনের শিকার হচ্ছি। সুতরাং আমাদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে। নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। কেউ আমাদের অধিকার দেবে না।
মন্তব্য