মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বৈষম্যবিরোধী স্মরণসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪

---
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভায় অবস্থিত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা আয়োজন করা হয়।
সোমবার ( ২৫ নভেম্বর)  দুপুরে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের মিলনায়তনে অত্র হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ একরামুল হকের সঞ্চালনায় ও মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা, সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহআলম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের।
স্মরণসভায় উপস্থিত ছিলেন,  সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার, সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান, সহকারী শিক্ষিকা নুসরাতুল হক, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম আলামগীর,  সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল করিম, সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,  সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব।
স্মরণসভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্র মোঃ নাবিল ফরহান, পবিত্র গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী ছিমরীতা শীল, ত্রিপিটক পাঠ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী দীবা বড়ুয়া।

ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির ছাত্র মোঃ মেহরাজ উদ্দিন ও নবম শ্রেণির ছাত্রী তানজুন নাহার মাহি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon