মর্তূজা, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদে ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী আসিফুল হাসান অমিত এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের আসাদুজ্জামান আসাদ।
সোমবার (২৫ নভেম্বর) প্রথম বারের মতো আইন অনুষদে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম চলে।
ছাত্রসংসদের সহ সাধারণ সম্পাদক পদে ৫১ ব্যাচের কাওসার আলম কাজল, কোষাধ্যক্ষ পদে ৪৯ ব্যাচের রফা রওনক, কো-কারিকুলার সম্পাদক পদে ৪৯ ব্যাচের আরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে ৫০ ব্যাচের মো. শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৫১ ব্যাচের মতিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ৫১ ব্যাচের মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে ৫০ ব্যাচের তাসনীম হাসান, সহ- ক্রীড়া সম্পাদক পদে ৫১ ব্যাচের সাদমান সৌমিক খান, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৯ ব্যাচের আঁখি কাজল, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ৫১ ব্যাচের সামানজা শাহাদাৎ মৌনি, ছাত্র কল্যাণ সম্পাদক পদে ৪৯ ব্যাচের মুর্তজা সাকিব, সহ ছাত্র কল্যাণ সম্পাদক পদে ৫২ ব্যাচের আলী হাসান মর্তূজা, সেমিনার গ্রন্থাগার সম্পাদক পদে ৫০ ব্যাচের মনজুরে মওলা, সহ সেমিনার গ্রন্থাগার সম্পাদক পদে ৫২ ব্যাচের রাব্বি সরকার আকাশ নির্বাচিত হয়েছেন।
ছাত্র সংসদের কার্যকরী সদস্য হিসেবে ৪৯ ব্যাচের পল্লব কুমার পাল, ৫০ ব্যাচের হাসানুল কবির হাসান, ৫১ ব্যাচের নাতাশা ইসলাম নিতু, ৫২ ব্যাচের এস. এম ইফতেখার হোসেন, এবং ৫৩ ব্যাচের শাহরিয়ার নাফিস জয় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সম্পের্ক আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, প্রথম বার আইন বিভাগে নির্বাচন হওয়ায় শিক্ষার্থীরা খুবই খুশি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির প্রেক্ষিতে এ নির্বাচনের আয়োজন করেছি। উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদেরকে ছাত্রদের এবং বিভাগের কল্যাণে কাজ করতে হবে। একই সাথে যারা পরাজিত হয়েছেন তারা যেন মন খারাপ না করে এবং তাদের বন্ধুদেরকে তারা সাহায্য সহযোগিতা করে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমাদের আইন অনুষদের নিজস্ব কোনো ভবন নেই। তাই ভবন নিয়ে কাজ করবো। একইসাথে ডিপার্টমেন্ট এর রেজাল্ট নিয়ে শিক্ষার্থীদের যে অভিযোগ রয়েছে সে বিষয়ে রি- ইভ্যালুয়েশন করবো এবং সর্বপরি প্রশাসনের কাছে আইন অনুষদের সকল দাবি দাওয়া পৌঁছে দেওয়া এবং তা পূরণে কাজ করতে চাই।
মন্তব্য