বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

নতুন মামলায় আদালতে সাবেক এমপি সুজন, জামিন না’মঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪

---
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নতুন আরো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে তোলা হলে এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, মামলার বাদি আশরাফুল ইসলাম চৌধুরী ওই উপজেলার মধুপুর নয়াদিঘি আলিম মাদ্রাসার অধ্যক্ষ। সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন ওই আসনের এমপি হওয়ায় অন্যায়ভাবে মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন।
কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ রিবোধীতা করায় তার লোকজন দিয়ে হত্যার উদ্দ্যেশে মারপিট করে পা ভেঙ্গে দেয়। সেই সাথে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সেই সাথে ওই মামলায় আরো বেশকিছু অভিযোগ উল্লেখ্য করা হয় আসামীর বিরুদ্ধে।
পরবর্তিতে উপায় না পেয়ে গেল (২২অক্টোবর) বালিয়াডাঙ্গী থানায় হাজির হয়ে সাবেক এমপিসহ ২৯ জনের নাম উল্লেখসহ আরো ৬০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।

ওই মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানীতে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হলে জামিন ও রিমান্ড না’মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়ে, জেল গেটে জিজ্ঞাসাবাদের  নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার বাদি আশরাফুল ইসলাম চৌধুরী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সেন্টারপাড়া গ্রামের বাসিন্দা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon