বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

আইনজীবী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪

---
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের স্বরনে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাযা ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেস্বর) বিকেলে শহরের জেলা স্কুল বড়মাঠে আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। পরে ইস্কন নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেখান থেকে একটি বিক্ষোভ বের করে তারা।

মিছিলটি শহরের বড়মাঠ থেকে শুরু হয়ে বিভিন্নসড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে না। আন্দোলন করা হচ্ছে ইস্কন নামক উগ্রবাদ একটি সংগঠন নিষিদ্ধের দাবিতে।

কারন তাদের কার্যক্রম শান্তিপুর্ন মানুষের বিরুদ্ধে। অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন তারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon