আশিকুর রহমান, জবি প্রতিনিধি
চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা ও তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান
বুধবার জোহর নামাজ শেষে জবির কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা আদায় করেন তারা। জানাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে ভাস্কর্য চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আদিকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। কিন্তু ভারত সরকার সন্ত্রাসী সংগঠন ইসকনকে ব্যবহার করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে। এসময় তারা অনতিবিলম্ব ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি জানান।
ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বাংলার জমিনে হিন্দু মুসলিমের লোকেরা সাম্প্রদায়িক সস্প্রীতি বজায় রেখে বসবাস করছে। কিছু স্বৈরাচারের দোসরা সাইফুল ভাইকে হত্যার মাধ্যমে সম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা সচেতন আছি৷ তারা কোনভাবে সেটা পারবে না।
জাস্টিস ফর জুলাই জবির মুখপাত্র মঈন আন মুবাশ্বির বলেন,আমরা সাইফুল ভাইয়ের শাহাদাতের তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানাই।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন ,৫ আগষ্টের পর ফ্যাসিবাদরা নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে। যুগের পর যুগ এই দেশের মানুষ সম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছে। এখানে ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা আইনজীবী সাইফুল ভাইর মৃত্যুর সাথে জড়িতদের অতিসত্বর ফাঁসির মঞ্চে দেখতে চাই।
মন্তব্য