বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

ছাত্র আন্দোলনে বাধা দানকারী নিরাপত্তা কর্মকর্তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪

---
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি)  নিরাপত্তা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার ( ২৭ নভেম্বর) দুপুর ২ টায় দীর্ঘদিন পর অফিসে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।
জানা যায় জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিপক্ষে ফেসবুকে লেখালেখি এবং বিভিন্ন সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের  হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও গত ৪ আগষ্ট শিক্ষার্থীরা মিছিল বের করলে বাধা দিয়ে শিক্ষার্থীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছত্র আন্দোলন বশেমুরবিপ্রবির সমন্বয়ক মাহমুদ বলেন,” ছত্রদের আন্দোলনে সে শুধুই বিরোধিতা করেনি। সে জেলা ছাত্রলীগকে সাথে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসিকতা দেখিয়েছে। সে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে। এমন একজনকে অতিবিলম্বে চাকরি থেকে অব্যাহতি এবং বিচারের দাবি জানায়।
এই বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ” আপাতত তিনি থানায় আছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন তারা, যতটুকু শুনেছি মামলা হবে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী রবিবার ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon