বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রনে, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪

---
রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডি এ কে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মিলের বিভিন্ন কাচামাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বুধবার (২৭ নভেম্বর)
সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার মোতালিব জানান, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কিংকর সাহার মালিকানাধীন ডি এ কে টেক্সটাইল মিলে সেডের উপর দিকে হঠাৎ আগুন জ্বলে উঠে। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভেতরের ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে দেথে কারখানার ভিতরে কর্মরত শ্রমিককেরা দৌড়ে বাহিরে বের হয়ে যায়।
খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানার ভিতরের থাকা তুলা, সুতা, ক্যামিকেল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়। এতে বিপুল পরিমান ক্ষতিসাধন হয়েছে বলে মালিক পক্ষ জানান।

এব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্যাহ আল আরেফিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে জানা যাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon