বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

কাউখালীতে মহিলা বিষয়ক অধিধপ্তরের উদ্যোগে ২দিন ব্যাপি প্রশিক্ষকদের প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪

---
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় কাউখালী উপজেলা পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন  বিষয়ে উপজেলা রিসোর্স পুলের  এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ  উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান।

 ---

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মহিলা অধিদপ্তরের উপ পরিচালক ও কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলতাফ হোসেন। এ সময় ৪০ জন স্বাস্থ্য সহকর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon