শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

কাউখালীতে মহিলা বিষয়ক অধিধপ্তরের উদ্যোগে ২দিন ব্যাপি প্রশিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪

---
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় কাউখালী উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের  প্রশিক্ষণ   বৃহস্পতি ও শুক্রবার  সকাল সাড়ে দশটা থেকে দুইটা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন  বিষয়ে
বাস্তবসম্মত করণীয় কার্যক্রমের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা রিসোর্স পুলের  এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ  আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানে  মহিলা অধিদপ্তরের উপ পরিচালক ও কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)   মোঃ আলতাফ হোসেনের
সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ   সমাপ্তি ঘোষণা করেন  কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।  এ সময় ৪০ জন স্বাস্থ্য সহকর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon