ফয়সাল হোসেন লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে রহমতখালী খালের ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ছয় ইউনিয়নের বাসিন্দারা। বন্ধ রয়েছে কফিল উদ্দিন ডিগ্রি কলেজসহ ৬টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। দ্রুত বেইলি ব্রিজ চালু করে বিকল্প চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রায় ৪০ বছর আগে নির্মিত রহমতখালী খালের সেতুটি অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছিল। পানির স্রোতে নভেম্বরে হঠাৎ ধসে পড়ে চন্দ্রগঞ্জ-শেখপুর সড়কে ১৯ মিটার দৈর্ঘ্যের সেতুটি। এতে যান চলাচল বন্ধ হয়ে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, শেখপুর, রাজাপুর, রামকৃষ্ণপুর, চরশাহী, বসুরহাটের যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে পড়েছেন দুই লাখের বেশি মানুষ। গাছের গুঁড়ি ফেলে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় এক রিকশাচালক বলেন, ‘ব্রিজ ভাঙার ফলে আমাদের ৪ কিলোমিটার পথ দিয়ে এলাকায় যেতে হয়।’
এক বাসিন্দা বলেন, ‘ব্রিজটার সঙ্গে গ্যাস লাইন ছিল। এটি ভেঙে যাওয়ায় এই এলাকার একমাত্র গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।’
ব্রিজ ভেঙে যাওয়ায় কফিল উদ্দিন ডিগ্রি কলেজের পরীক্ষা স্থগিত ও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজ-উচ্চ বিদ্যালয়সহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মূল সড়ক এটাই। এই ব্রিজটা ভাঙার কারণে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে।’
সাময়িক চলাচলের বিকল্প ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে লক্ষ্মীপুর স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মোস্তফা মিনহাজ বলেন, ‘আমরা রিপোর্ট দিয়েছি। এইটার অনুমোদন হলেই দ্রুত টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।’
শিগগিরই ৩০ মিটার দৈর্ঘ্যের নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে এলজিইডি।
মন্তব্য