আশিকুর রহমান, জবি প্রতিনিধি
(১ ডিসেম্বর) রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এর কার্যালয়ে সাক্ষাৎকারকালে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সাথে সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা করেন নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের একটি প্রতিনিধি দল।
এ সময় তাঁরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষার্থীদের সাথে প্রাতিষ্ঠানিক ও পেশাগত সহযোগিতা সমন্বয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে, জগন্নাথবিশ্ববিদ্যালয়েরশিক্ষাওগবেষণাইনস্টিটিউটেরপরিচালকঅধ্যাপকড. মনিরাজাহানসহশিক্ষকবৃন্দ , ব্রিটিশকলাম্বিয়ারশিক্ষামন্ত্রণালয়েরঅফশোরপ্রতিনিধিক্রেইগইঙ্গেলসনএবংনিউহরাইজনকানাডিয়ানইন্টারন্যাশনালস্কুলেরঅধ্যক্ষক্রিস্টালজ্যাগসহঅন্যান্যরাউপস্থিতছিলেন।
মন্তব্য