বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
 

৩৮৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাঁবুজলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪

 ---

চট্টগ্রাম প্রতিনিধি, সাইফুল ইসলাম
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে ৩৮৩ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কোর্সের মহা-তাঁবুজলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী এলটি, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ জসীম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিপটন গ্রুপের সিইও এমডি, এম মহিউদ্দিন চৌধুরী, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, মহা তাঁবুজলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার মোঃ আরিফুর রেজা।

মহা তাঁবুজলসায় প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন মিরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফসার, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন, স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল এস এম হাবিব উল্লাহ হিরু, বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মোঃ দুলাল হোসেন, মহা তাঁবুজলসা অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক এ,জেড, এম বোরহান উদ্দিন।
মহা তাঁবুজলসায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চটগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার এস এম আফজর রহমান, মোঃ ওমর ফারুক, রাশেদা আকতার, চট্টগ্রাম জেলা রোভারের এডাল্টস ইন স্কাউটিং উপ-কমিটির সদস্য সচিব বিইউএম এমরান চৌধুরী, গার্ল ইন স্কাউটিং উপ-কমিটির সদস্য সচিব কামরুন্নাহার সালমা, জেলা রোভারের সহযোজিত সদস্য আবদুল হান্নান সিকদার, মোহাম্মদ খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম, জেলা রোভারের আরএসএল প্রতিনিধি ফজিলাতুন্নেছা ডলি।
৫ দিনব্যাপি উক্ত বেসিক কোর্সে স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মুক্ত দলের ৩৫ জন শিক্ষক দীক্ষা গ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon