আতাবুর রহমান সানি, শিবপুর,নরসিংদী :
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় গ্রামের সিরাজুল ইসলাম এর বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায়। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য