জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগে ‘Bangladesh Development Update: Creating Jobs for a Better future’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২৪২ নং কক্ষে সকাল সাড়ে ১০ টায় অর্থনীতি ছাত্র-সংসদের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শরমা। তিনি বাংলাদেশের উন্নয়নের চলমান ধারা ও সংকটগুলো সম্পর্কে প্রেজেন্টেশনে তিনি বলেন, বাংলাদেশ ক্রমাগত রেডি মেইড গার্মেন্টস শিল্প গড়ে ওঠে। এটা মূলত একটা ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছে৷ কিন্তু অর্থনীতিকে সত্যিকার অর্থে ডেভেলপ করতে হলে অন্য সকল সেক্টরেও সমান নজর দেয়া দরকার৷ বাংলাদেশের তরুণদের পূর্ণ ক্যাপাসিটি ও প্রোডাক্টিভিটি কাজে লাগানো প্রয়োজন। একটা সেক্টরে ক্রমাগত দীর্ঘদিন ভর্তুকি দিতে থাকলে সেখানে ক্যাপাসিটি বাড়ে না। একই সাথে পরিবেশগত প্রভাব, উদ্যোক্তাদের প্রতি যথাযথ প্রণোদনা, সরকারি উদ্যোগে কারিগরি ও টেকনিক্যাল দক্ষতার প্রসার ঘটানো প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কোলাবোরেশনের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, উদ্যোক্তাদের দক্ষা বৃদ্ধি ও তাদের পূর্ব সহযোগিতা বৃদ্ধির জন্য একাডেমিয়ার সাথে প্রাইভেট সেক্টরের সম্পর্ক বাড়াতে হবে। তাদের জন্য ডিজিটাল সেইফটি নিশ্চিত করতে হবে। একই সাথে বিভিন্ন অর্থনৈতিক সূচকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সেমিনারে অর্থনীতি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অর্থনীতি ছাত্র সংসদের ভিপি ওবায়দুল্লাহ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য