বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
 

প্রেমের টানে চীনা যুবক এখন সিরাজগঞ্জে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪

---
 জাহিদ হাসান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রেমের টানে চেংনাং নামের এক চীনা নাগরিক এখন সিরাজগঞ্জে। প্রেম কোনো সীমানা মানে না। এমনই এক উদাহরণ সৃষ্টি করেছেন চীনের নাগরিক চেংনাং এবং সিরাজগঞ্জের অন্তরা খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শুরু হওয়া তাদের পরিচয় এখন পরিণত হয়েছে একটি আন্তঃদেশীয় দাম্পত্য সম্পর্কে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিয়ারা গ্রামে গিয়ে তাদের সাথে কথা হয়। অন্তরা ও চেংনাং তাদের গল্প শেয়ার করেন, যা শুরু হয় গাজীপুরের একটি রেস্টুরেন্টে।

অন্তরা জানান, কয়েক বছর আগে বাবা মার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হয়। সেইঘরে তার নয় বছর বয়সী একটি কন্যা রয়েছে। এরইমধ্যে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। পরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ নেন।
চারমাস পূর্বে তিনি সন্তানকে নিয়ে গাজীপুরের একটি রেস্টুরেন্টে যান। সেখানে দেখা হয় চীনা নাগরিক চেংনাং এর সাথে। এ সময় অন্তরাকে দেখে চেংনাং এর ভালো লাগে। দুজন সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্ধু হন এবং মোবাইল ফোন নম্বর বিনিময় করেন।
এরপর থেকে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। দুই পরিবারের সম্মতিতে গত ২২ নভেম্বর গাজীপুর কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন।
গত শনিবার অন্তরা তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি সিরাজগঞ্জ কাজিপুরের বিয়ারা গ্রামে আসেন। অন্তরার বাবা জানান, মেয়ের পছন্দের এই বিয়েতে তিনি রাজি হয়েছেন এবং জামাইকে তাদের বাড়িতে স্বাগত জানিয়েছেন।
দম্পতির ভাষাগত সমস্যা থাকলেও তা তাদের সম্পর্কের বাঁধা হতে পারেনি। বর্তমানে চেংনাং বাংলা শিখছেন এবং অন্তরা চায়না ভাষা শেখার চেষ্টা করছেন। তাদের কথোপকথন এখনো ট্রান্সলেটরের মাধ্যমে হয়।

নিজের অনুভূতির কথা জানতে চাইলে চেংনাং বলেন, ‘আমার বাড়ি চীনের হুনান প্রদেশে। অন্তরাকে দেখে আমার ভালো লাগে। আমরা দুজন কথাবার্তা বলি। একসাথে অনেক সময় কাটাই। এরপর বিয়ে করি। শিগগিরই স্ত্রীকে নিয়ে দেশে যাবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon