জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিএলসি ছাত্র সংসদের সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. সোহেল রানা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এ কে এম মেহেরাব সিফাত নির্বাচিত হয়েছেন।
রবিবার ( ১ ডিসেম্বর) বিকেল ৪ টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শামীম রেজা এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মো: আল আমিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক পদে শিপন হোসেন, শিক্ষা সম্পাদক পদে সৌরভ বিশ্বাস, সহ শিক্ষা সম্পাদক পদে মো: স্বপন মিয়া, ক্রীড়া সম্পাদক পদে হাসান তৌফিক, সহ ক্রীড়া সম্পাদক পদে নুর উদ্দিন সজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো: শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে শেখ নাজমুস সাকিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো: মোস্তাফিজুর রাহমান, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাজিয়া জাহান সিজা, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো: আসাদুল আলম, দপ্তর সম্পাদক পদে আল মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো: সুলতান মাহমুদ, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে মারিয়াম মেরি ও কার্যকরী সদস্য পদে মাহদীন জুলফা নির্বাচিত হয়েছেন।
মন্তব্য