বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
 

পাইকগাছায় কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪

---
এম জালাল উদ্দীন (খুলনা) পাইকগাছা
পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪ ২৫ অর্থবছরে রবি/ ২০২৪-২৫ মৌসুমে বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উক্ত বীজ বিতরণ করা হয়।  সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা নবাগত কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, একরামুল হক, ইয়ামিন আলী, আফজাল হুসাইন, জাহান্নাতুল ফেরদৌস ও আকরাম হোসেন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২ হাজার ৭ শত কৃষকদের ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ দেওয়া হবে বলে কৃষি অফিস সূত্রে নিশ্চিত করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon