ঢাকা কলেজ প্রতিনিধি
নব নির্বাচিত সভাপতি মেহেদী হাসান ও মোঃ রাসেল সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১লা ডিসেম্বর) বিকেল ৪ টায় ঢাকা কলেজের বিজয় চত্বরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্ত সভাপতি বলেন, আমাদের লক্ষ্য হল ঢাকা কলেজ ক্যাম্পাসে কুমিল্লার ছাত্রদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করা।” তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ইতিবাচক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে সকলের জন্য একটি অনুকরণীয় ও অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
উক্ত নব গঠিত কমিটির ধারণ সম্পাদক লেন, “আমি আল্লাহ কাছে শুকরিয়া,ছাত্রদের কল্যাণে কাজ করতে পারা এটা একটা বড় সৌভাগ্যর বিষয় আর এই সুযোগ টা যে বড় ভাইয়ে করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি ভালো কাজ এর মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায় আর সে ভালোবাসাকে সামনে রেখে সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে কুমিল্লা ছাত্রকল্যাণকে একটি শক্তিশালি ও গতিশীল ইউনিটে পরিনত করবো”। উল্লেখ্য,নবগঠিত কমিটির অন্যান্যরা হলো সিনিয়র সহ-সভাপতি : জামাল হোসেন বাহার নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ আবু সাঈদ চার সম্পাদক : মোঃ বসির হাসান জিসান ও ফতর সম্পাদক : সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ সহ মোট ১৪৫ জন সদস্য রয়েছে।
মন্তব্য