বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
 

চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোন আইনজীবী, শুনানী ২ জানুয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪

---
চট্টগ্রাম ব্যুরো :
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তাঁর পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। ফলে, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে আগামী ২ জানুয়ারি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম আদালত এ আদেশ দেন। তবে এইদিন আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।
এদিকে, চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র কররে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো আদালত চত্বর। সেনাবাহিনি, , পুলিশের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। এছাড়া আদালত এলাকায় যাওয়া সকল যানবাহনকে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশী চৌকি পার হতে হয়।
সম্প্রতী, আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী আলিফ খুন এবং পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করে তাঁর বাবা এবং ভাই। এসব মামলায় আসামি হয়েছেন খোদ চিন্ময়ের আইনজীবি অ্যাডভোকেট শুভাশীষ শর্মা।
এছাড়াও চিন্ময় আলিফ খুনের দিন চিন্ময়ের পক্ষে যারা আদালতে দাঁড়িয়েছিলেন তাদের বেশির ভাগই মামলার আসামি হয়েছেন।
মূলত গ্রেপ্তার এড়াতেই আজ চিন্ময়ের জামিন শুনানীতে উপস্থিত ছিলেন না কোন আইনজীবি।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে স্মরণকালের সর্ববৃহৎ হিন্দুদের সমাবেশ করে ‘সনাতন জাগরণ মঞ্চ’। ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র ছিলেন চিন্ময়।

সমাবেশের দিন নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ৩০ অক্টোবর কোতোয়ালী থানায় একটি মামলা হয়। সেই মামলায় প্রধান আসামী করা হয় চিন্ময় কৃষ্ণকে।

সেই মামলায় ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরের দিনই চট্টগ্রাম আদালতে তোলা হয় চিন্ময়কে। তবে আসামী পক্ষের উকিলরা জামিন চাইলেও তা না মঞ্জুর করে চিন্ময়কে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যানটির সামনে প্রতিবাদ করেন চিন্ময়ের অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon