কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার হাসপাতাল সড়কে হাওলাদার ম্যানশনে স্থাপনকৃত নিউ মেডিনোভা
ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সাংবাদিক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য