বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
 

ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪

---
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ গ্রামের একটি আম বাগান থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত অটোরিকশা চালক ভরত চন্দ্র দাস (৫৫) উপজেলার কালুপাড়া পিঠুলীগাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নিহত ভরত চন্দ্র অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরেরদিন মঙ্গলবার ভোর বেলা কায়ছারুল ইসলাম নামে এক ব্যক্তি আম বাগানে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে অন্য কোন এক জায়গায় হত্যা করে পরে তার লাশ এখানে দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন পুলিশ।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় চিহ্ন দেখা গেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon