জাবি প্রতিনিধি
জুলাই বিপ্লব ২০২৪ এর ইতিহাস কে স্মরনীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “জুলাই বিপ্লব কর্নার “প্রতিষ্ঠার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে কয়েকটি সংগঠন।
আজ (০৩ ডিসেম্বর) আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ ও বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে।
তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, জুলাই বিপ্লব ২০২৪ আমাদের জাতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়, যা গণতন্ত্র ও ন্যায়ের পথে ছাত্রজনতার সংগ্রামের উজ্জ্বল উদাহরণ। ছাত্র-শিক্ষক-জনতার সাহসী ভূমিকা গৌরবময় ইতিহাসের অংশ। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি “জুলাই বিপ্লব কর্নার” প্রস্তাব করেছি।
জুলাই বিপ্লব কর্নারে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। জাহাঙ্গীরনগরে জুলাই বিপ্লবের ব্যবহৃত স্মৃতিচিহ্ন (গুলিবিদ্ধ টিন,রক্তাক্ত জামাকাপড়,লাঠি ইত্যাদি), জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগরের ঘটনার ওপর আলোকচিত্র, পোস্টার, ও সংবাদপত্রের কাটিং, বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রনেতা ও শিক্ষকদের স্মৃতিচারণা, সাক্ষাৎকারের রেকর্ড, বিশ্ববিদ্যালয়ের ভূমিকাসংক্রান্ত গবেষণাপত্র ও প্রবন্ধ।
ছাড়া তারা আরো উল্লেখ করেন, আমাদের বিশ্বাস, এ কর্নার শুধু প্রকৃত ইতিহাস সংরক্ষণ করবে না; বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ ও চব্বিশের সংগ্রামের চেতনাও জাগ্রত করবে। এ প্রস্তাবটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করে আমাদের ইতিহাস সংরক্ষন ও শ্রদ্ধার সঙ্গে স্মরন করার সুযোগ দিন।
মন্তব্য