বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
 

পরিক্ষা শেষে বাড়ি ফেরা হলোনা স্কুল ছাত্রী ফারহানার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪

 ---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে ব্যাটারি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ফারহানা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরোও গুরুত আহত হয়েছে ৪ জন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের ভাউলারহাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার (১৪) ঠাকুরগাঁও সুগারমিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি একই এলাকায় কালিতলা নামক এলাকায়। আহতরা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, বার্ষিক পরীক্ষায় অংশ নিতে স্কুলে যায় শিক্ষার্থী ফারহানা সরকার। এর পর পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফেরার সময় বাসায় শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাক অটোটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফারহানা নিহত হয়। এবং ওই অটোতে থাকা আরো চারজন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon