কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা :
পিরোজপুরের কাউখালীতে বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানে সারাদেশে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের স্মরণে আলোচনা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল দশটায় উপজেলা হলরুমে এই আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির সহ বিএনপি, জামাত ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার,উপজেলা জামায়তের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাফিজুর রহমান, মানজুর লিওন প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের অংশগ্রহণ করে কাউখালী উপজেলার সদর ইউনিয়নে মৃত্যু সাখাওয়াত হোসেনের ছেলে আলী হোসেন, মোঃ সাইদুল হক এর ছেলে খলিলুর রহমান,আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ইসমাইল, সয়না রঘুনাথপুর ইউনিয়নের আলী হায়দারের ছেলে ফাতহীন তোকি,শিয়ালকাঠি ইউনিয়নের আব্দুল জলিল হালদারের ছেলে জসিম উদ্দিন, ফজলুল হক বিল্লালের ছেলে রফিকুল ইসলাম রায়হান গুলিবিদ্ধ হয় গুরুতর আহত হয়। গুলিতে আহত ৬ ছয় ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে বক্তারা তাদের উন্নত চিকিৎসা ও পূর্ণবাসনের দাবি করেন।অনুষ্ঠানে সকল দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য