বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
 

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে যুবদলের স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪

---
রুহুল আমিন বাবুল ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কেয়ারী ও ধলাই নদীর ধলাই সেতুর নিচ চলছে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের তান্ডব লীলা। ভোলাগঞ্জ, শাহ আরফিন টিলা, কালাইরাগ, রোপওয়ে (বাঙ্কার) ধলাই ব্রীজের নিচ থেকে রাতদিন চলছে এই লুটপাট। এবার এই লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদুসহ দলের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা জানান, করেন, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার একটি অর্থ ও স্বার্থলোভী মহল ৫ আগষ্টের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে (বাঙ্কার) থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ থেকে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০ নম্বর দয়ার বাজার ও কালাইরাগ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেশের কোটি কোটি টাকা রাজস্ব আত্মসাৎ সহ সরকারি সম্পদের ক্ষতি সাধন করছে। এতে এক দিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অপর দিকে অনিরাপদ ভাবে বালু ও পাথর উত্তোলন করায় পর্যটন এলাকা হারাচ্ছে তার সৌন্দর্য।অপর দিকে নদীর তীরবর্তী হইতে পাথর ও বালু উত্তোলন করায় নদী ভেঙ্গে কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও শাহ আরপিন মাজারের চারিদিক হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন করায় শাহ আরপিন (রঃ) মাজারটি মারাত্মক ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় মাজারটি ভেঙ্গে বিলীন হওয়ার সম্ভাবনা রহিয়াছে। অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলন করায় কোম্পানীগঞ্জ উপজেলার সকল শ্রেণীর জনমতে বিরাট আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টার ভিতরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ থেকে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০নং, দয়ার বাজার ও কালাইরাগ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধসহ অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কোম্পানীগঞ্জ উপজেলার আপামর জনসাধারণ সিলেট- কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহা-সড়কসহ উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানসহ সকল বাজারের দোকানপাঠ বন্ধ পূর্বক কঠোর থেকে কঠোরত্বর আন্দোলন গড়ে তুলব।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইনজাদ, রাইসুল ইসলাম রাজন, আব্দুল্লাহ আল মামুন, আবু আল হেলাল, আবুল হেসেন, ফরিদ উদ্দিন, সদস্য হেলাল আহমদ, আশরাফ উদ্দিন, মামুন আহমদ, ওয়ারিছ তালুকদার, ইমরান আহমদ, আব্দুর রব, সাদ্দাম হোসেন, জৈন উদ্দিন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon