কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের কাউখালীতে ব্যবসায়ীদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর সকাল ১১ টায় উত্তর বাজার ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয় সমিতির সভাপতি রেজাউল করিম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ব্যবসায়ী নেতা আবু তাহের, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ব্যবসায়ী নেতা গিয়াস উদ্দিন অলি, সমাজসেবক আব্দুল লতিফ খসরু,সাংবাদিক এনামুল হক, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, , ব্যবসায়ী নেতা বিপ্লব কর্মকার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন , ব্যবসায়ী নেতা রাকিব উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান বলেন, সরকারের নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসা করতে হবে। বাজারের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক দোকানের সামনে ও পিছনে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখতে হবে। রাস্তা বন্ধ করে কোন দোকান বসা যাবে না, টমটম গাড়ি বাজারের ভিতর দিয়ে চলাচল করা যাবে না, চুরি ডাকাতি প্রতিরোধ করতে নিজ নিজ দায়িত্ব থেকে পুলিশের সহযোগিতা করতে হবে, ভেজাল মেদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও অন্যান্য মালাম বিক্রি করা যাবে না, ন্যায্য দামে মালামাল বিক্রি করতে হবে, মালামাল মজুদ করে মূল্যবৃদ্ধি করা যাবে না বলে তিনি সকলকে জানিয়ে দেন। এসময় তিনি আরো বলেন রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা থেকে সকলকে বিরত থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে উত্তর বাজার ব্যবসায়ী ও ভোক্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য