চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক গিনি ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে শহরের ঈদগাহ পাড়া থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রীদের উপর হামলার ঘটনায় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক গিনি ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি গিনি ইসলাম (৫০) চুয়াডাঙ্গা পৌর এলকার ঈদগাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ ঈদগাপাড়া এলাকায় গিনি ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে তাকে গ্রেফতার করে সদর থানা হেফাজতে নেয়া হয়।
গিনি ইসলামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানার (ওসি অপারেশন) হোসেন আলী বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় হাসনা জাহান খুশবু নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ৩ অক্টোবর হাসনা জাহান খুশবু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। ওই মামলা তদন্ত পূর্বক গিনি ইসলামের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য