বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
 

পাইকগাছায় পাখি শিকারী আটক; জরিমানা ৫ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪

---
এম জালাল উদ্দীন(খুলনা)পাইকগাছা
পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক পাখি শিকারীকে আটক পূর্বক পাঁচ হাজার জরিমানা সহ পাখি অবমুক্তর পাশাপাশি পাখি শিকারের সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বেতবুনিয়ার বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশ মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার মোঃ ফয়সাল সরদার অভিযান চালিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে মোঃ হুসাইন সরদার (৫০) নামের একজন পাখি শিকারীকে হাতে নাতে আটক করেন। এসময়ে তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা ও ৯টি শিকারকৃত অতিথি পাখি পাওয়া যায়।

পরবর্তীতে বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সরেজমিনে গিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি জব্দকৃত অতিথি পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হয়।
এসময় উপস্থিত সকলের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন “বনবিবি” এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান যুগ্ম-সাধারণ সাংবাদিক এম জালাল উদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon