বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
 

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত হলো ছড়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪

 ---

 মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ছড়ার অংশ দখলে নিতে মো.আবছার নামের এক ব্যক্তির তৈরী করা গাইডওয়াল গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (০৪ ডিসেম্বর) হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নে সরকারহাট বাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি লুৎফুর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা যায়, ওই ইউপির সরকারহাট বাজারের দক্ষিণ পাশ দিয়ে পূর্বদিকে চলে যাওয়া মরাছড়ার অংশ দখলে নিয়ে দোকান নির্মাণ করতে ওই এলাকার মো.আবছার গত কয়েকমাস ধরে কৌশলে নিয়ম বহির্ভূত ভাবে গাইডওয়াল নির্মাণের পর তা ভরাট করে ওই ছড়ার রুপ পরিবর্তন করে ফেলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। পরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা ওয়ালটি ভেঙ্গে গুড়িয়ে দেন। অভিযান পরিচালনার সময় ভূমি অফিসের কর্মকর্তাগণ ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন। অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমান আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে পরিবেশ ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারী সম্পদ অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নাই বলেও জানান তিনি। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon