বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
 

মোহাম্মদপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪

---
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্বপ্নধারা হাউজিং,বছিলা গার্ডেন সিটি ও বছিলা এলাকায় হাট বাজার, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে বিভিন্ন পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ,যুগ্মআহবায়ক মীর কামাল হোসেন,যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন,মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওসমান গনি সেন্টু,ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক
মোহাম্মদ নুরুল ইসলাম,ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, স্থানীয় স„রকার বিষয়ক সম্পাদক রজ্জব আলী সুমন,ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম,মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মোঃ মিন্টু,রাকিবসহ ওয়ার্ড এবং ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, এসময় তিনি বলেন,আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার,জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফার এ দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের কাছে পৌছে দেয়ার জন্যই দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে এই লিফলেট আমরা জনগণের কাছে পৌছে দিচ্ছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon