শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
 

লক্ষ্যে ভোলাবো ইউনিয়ন ছাত্রদলের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪

---
রাকিব উদ্দিন ফয়সাল, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মিথ্যা  মামলা প্রত্যাহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলাবো ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন ভোলাব  ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম তারিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী রেজাউল হক। ইউনিয়ন ছাত্রদলের সাবেক  সাধারণ সম্পাদক মাছুম মোল্লার সঞ্চালনায় সমাবেশে
বক্তব্য রাখেন  ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লা মিয়া,ভোলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে দায়ের করা, ফাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান  সরকারকে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বার্থে এসব বাস্তবায়নে কাজ করবে বিএনপি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon