শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

জবিতে ৭০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান মোরাল প্যারেন্টস পরিবারের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪

 ---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোরাল পারেন্টিং পরিবারের  বৃত্তি উৎসব ২০২৪-প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ভিসি রুমে অনুষ্ঠিত হয়। জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোরাল চাইল্ডদের নিয়মিত শিক্ষাবৃত্তি হিসেবে ৭০ জন শিক্ষার্থীকে নভেম্বর-ডিসেম্বর সেশনের বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরাল প্যারেন্টিংয়ের পরিবারের প্রতিষ্ঠাতা  মিলিটারি ইন্সটিটিউট এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ড .মাহবুবর রহমান,বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী শহীদ ও আফসানা রহমান।

মোরাল প্যারেন্টিং পরিবার প্রতিষ্ঠাতা ড .মাহবুবর রহমান বলেন আমরা একটি আত্মিক পরিবার গঠন করছি; নাম দিয়েছি Moral Parenting বা নৈতিক অভিভাবকত্ব। আমাদের সমাজে কিছু ছেলেমেয়ে আছে যারা খুবই মেধাবী কিন্তু আর্থিক দুরাবস্থা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারে না, অনেকেই মাঝ পথে ঝরে যায়। এরকম অদম্য মেধাবী (এতিম, প্রতিবন্ধী, অতি-দরিদ্র) শিক্ষার্থী আর মানবিক হৃদয়ের কিছু মানুষ মিলে আমাদের এই পরিবার। সরকারীভাবে এটি ট্রাস্ট হিসাবে রেজিস্ট্রি হলেও আমরা একে পরিবার বলে গন্য করি। এই পরিবারের সদস্যগন কেও Moral Parent, কেও Moral Child আবার কেও Campus Guardian হিসাবে পরিচিত।

তিনি আরো বলেন করুনা নির্ভর তানুগতিক চ্যারিটির ধারনা থেকে বেরিয়ে  আমরা মোরাল চাইল্ডদের সন্তানের মমতায়  রেন্টিং করে ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে সচেষ্ট।ওরা সুপ্রতিষ্ঠিত হয়ে নিজ  রিবারের পাশাপাশি সমাজের আর কিছু পিছিয়ে পড়া মানুষকে টেনে তুলবে– এভাবেই
গড়ে উঠবে আমাদের স্বপ্নের নৈতিক সমাজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ফজলে রাব্বি বলেন  পৃথিবীর সব পরিবারেই কোনো অপূর্ণতা থাকে। মোরাল প্যারেন্টিং এমন একটি পরিবার যেখানে কোনো অপূর্ণতা নেই। বাংলাদেশের এমন কোনো লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে মোরাল চাইল্ড নেই আবার পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মোরাল প্যারেন্টস নেই! এমন একটি পরিবারের সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। একদিন আমিও মোরাল প্যারেন্ট হয়ে এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য এই পরিবারে মোরাল প্যারেন্টগণ তাদের মোরাল চাইল্ডদের বৃত্তি প্রদান করছেন, ক্যাম্পাস গার্ডিয়ান নামে স্থানীয় শিক্ষকগন সেই বৃত্তি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে তাদের দেখাশুনা করছেন আর আমাদের মোরাল চাইল্ডরা ভবিষ্যতে এই পরিবারের হাল ধরার জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা এখন (জুন ২০২৪) প্রায় দুই হাজার ( মোরাল চাইল্ড ১২২০, মোরাল প্যারেন্ট ৫০৪ এবং ক্যাম্পাস গার্ডিয়ান; ৭৮) এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon