বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
 

গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪

আহ্বায়ক হেলাল মাহমুদ ও সদস্য সচিব মোজাম্মেল লালটু (বাম থেকে)
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
‘দেশ ও মানুষের কল্যানে সুস্হ্য ধারার সাংবাদিকতা’ স্লোগান নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম ‘ নামে  নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত ৭ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের ঘোষণা দেয়া হয়।
দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেলাল মাহমুদকে সংগঠনের আহবায়ক এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও দৈনিক বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও স্হানীয় দৈনিক  মাতৃকন্ঠের ষ্টাফ রিপোর্টার মইনুল হক মৃধা।
যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া শতাব্দী এবং আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন ও আজকের পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ।
এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, দেশ টিভি ও জনকন্ঠের রাজবাড়ী জেলা  প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মর্নিং পোষ্টের স্টাফ রিপোর্টার মজিবর রহমান জুয়েল, দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, মাইটিভি ও কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন এবং আজকের দর্পনের রাজবাড়ী জেলা  প্রতিনিধি শাকিল মোল্লা।

আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon