বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে সোমবার ( ৯ ডিসেম্বর)সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।অনুষ্ঠানে কাউখালী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ সরকারি বালক - বালিকা বিদ্যালয় ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য