ইমরান হোসেন (ঘোড়াঘাট) প্রতিনিধি,
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে মঙ্গলবার (১০ই ডিসেম্বর) কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে দ্বিবার্ষিকী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর হোসাইন, ঘোড়াঘাট উপজেলা আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা,ঘোড়াঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইমরান হোসেন, বায়তুলমাল সেক্রেটারি জনাব মোফাজ্জল হোসেন মিঠু, কর্মপরিষদ সদস্য জনাব মনোয়ার হোসেন,গোলাম রোববানী ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের নব মনোনীত সভাপতি আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের অবসানের পর আমরা উন্মুক্ত পরিবেশে দ্বীনী কাজ আঞ্জাম দিতে পারছি যা একমাত্র মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সম্ভব হয়েছে , তাই আমাদের সমস্ত কর্মী ভাইদেরকে আরো আন্তরিকতার সাথে দুর্বার গতিতে এ দেশের সকল মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ বিশেষ করে অত্র ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দুর্গ গড়ে তোলার জন্য কাজ করে যেতে হবে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে নিজেদের বাস্তব চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত পেশ করতে হবে। মনে রাখতে হবে ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য না, ইসলাম এসেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য।
পরিশেষে অস্ত্র ইউনিয়ন টিম সদস্য মাওলানা আমাজ্জল হোসেন মোনাজাত এর মাধ্যমে বৈঠক সমাপ্ত করেন ।
মন্তব্য