বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
 

কাউখালীতে গ্রাম আদালত আইন ও বিধি সম্পর্কিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪

---
বিশেষ প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে গ্রাম আদালত আইন ও বিধি সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১১ ডিসেম্বর) সকাল ১১ কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এ ভি সি বি ৩ প্রকল্পের পিরোজপুর  জেলা সমন্বয়কারী মৌসুমী আক্তার মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পারভীন আক্তার।

এসময় উপজেলার ৫ টি ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি হিসাব সহকারীগন আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালত কার্যকারী করে জনগণের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। প্রধান অতিথি গ্রাম আদালত আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও উপস্থিত সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon